আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হাজী হাফেজ এনায়েত উল্লাহ। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের ধার্য দিনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা-৭ আসনের সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রতীক বরাদ্দ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ, চকবাজার দক্ষিণ থানা আমীর মাওলানা আনিসুর রহমানসহ ঢাকা-৭ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ ছাড়া সভায় অন্যান্য সকল প্রার্থী ও তাঁদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
