দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের একটি প্রতিনিধি দল।


কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে আব্দুস সুবর ফকির বলেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫১ বছর সংগ্রাম পত্রিকা মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রয়েছে। আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
