বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে শাহবাগ পশ্চিম থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে কম্বল বিতরণপূর্বক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শাহবাগ পশ্চিম থানা নায়েবে আমীর ডা. মেসবাহ উদ্দিন সায়েমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি এম. লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক আবদুল্লাহ আলফেসানী, মানারত ইউনিভার্সিটির শিক্ষক তানভীর আহমেদ, শাহবাগ পশ্চিম থানা সমাজকল্যাণ সম্পাদক মাইনুদ্দীন ভূইয়া। এছাড়াও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সুবিধাভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন।
