বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহবাগ পূর্ব থানার উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি নুর নবী রায়হানের পরিচালনায় কম্বল বিতরণ-পূর্বক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক, পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান। এ সময় শাহবাগ পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
