আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ৬ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে হাজী হাফেজ এনায়েত উল্লাহ, ঢাকা-৯ আসনে কবির আহমেদ এবং ঢাকা-১০ আসনে এডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা (ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) কবির আহমেদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) এডভোকেট মো. জসীম উদ্দীন সরকারসহ নিজ নিজ আসনের কর্মী ও সমর্থকবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
