বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসের শূরার অন্যতম সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানার সংগ্রামী আমীর, জননেতা জনাব মো. কামরুল আহসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামপুর দক্ষিণ থানার সংগ্রামী সেক্রেটারি জনাব মো. ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব শামসুদ্দিন, ওয়ার্ড সভাপতি জনাব মোঃ শহিদুল্লাহ, ওয়ার্ড সেক্রেটারি জনাব মোঃ সোহেল, যুবক বিভাগের ইউনিট সভাপতি জনাব আবুল বারাকাতসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও সমাজের বঞ্চিত, নিরীহ ও অসহায় দরিদ্র নারী-পুরুষ এবং পথশিশুরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
