বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা থানা পশ্চিমের উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে “শহীদ ওসমান হাদি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা পশ্চিম থানা আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ডেমরা পশ্চিম থানার সেক্রেটারি ও ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার কামারাম মুনীর ফুয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক মস্তফা কামাল, থানা কর্মপরিষদ সদস্য আরিফুর রহমান, সাজেদুল ইসলামসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

নকআউট পদ্ধতিতে প্রথম দিনে চারটি দলের খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বড় পাইটি ও দেইল্লা। এতে দেইল্লা দল বিজয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ৭০ দক্ষিণ ও পাইটি ক্রীড়া চক্র। এ খেলায় ৭০ দক্ষিণ দল বিজয় অর্জন করে।
