বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর কদমতলী এলাকায় ফ্রী সুন্নাতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী সুন্নাতে খাতনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপহার হিসেবে শিশুদের মাঝে লুঙ্গি, গেঞ্জী, গামছা সহ প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য উপকরণ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমীর বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর ফকির আরও বলেন, দেশে চরম অর্থনৈতিক সংকট চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি, দেশের ব্যাংক গুলোর অর্থ লুট সহ নানা সংকটে দেশে এখন দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতেও দেশের মানুষের কল্যাণে, আর্তমানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা মানুষের মাঝে চিকিৎসাসহ নানা সেবা কার্যক্রম পরিচালনা করছি। মানবতার সেবায় গণমানুষের সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী সব সময়ে মানুষের পাশে সবার আগে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় আমরা এখানে ছোট্ট শিশুদের অন্যতম ধর্মীয় বিধান ফ্রী সুন্নাতে খৎনা অনুষ্ঠান করছি। যেসব চিকিৎসকবৃন্দ একাজে শ্রম-মেধা সময় দিচ্ছেন, আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান প্রত্যাশা করি। তিনি জামায়াতের নেতা-কর্মীদেরকে জনগণের যেকোনো প্রয়োজনে সেবা প্রদান, তথা মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের জনগণের সকল অধিকার হরন করা হয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় এসে বিরোধী মতের যেকোনো ব্যক্তির সকল অধিকার পদদলিত করেছে। মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ জনগণ কেবল হাহুতাশ করে কোনো রকমে বেঁচে আছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণ কারো কাছে তাদের দাবিটুকুও জানাতে পারছে না। মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিছুটা হলেও জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছিল। অথচ সরকার অসংখ্য মিথ্যা মামলা দিয়ে সংগঠনের নেতা-কর্মীদের নানা হয়রানি অব্যাহত রেখেছে। যাতে করে সমাজের মানুষের জন্য কোনো কল্যাণকর কাজ আমরা স্বাভাবিক ভাবে করতে না পারি। এরপরও আলহামদুলিল্লাহ জামায়াত তার সামর্থ্যরে আলোকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। গ্রেফতার নির্যাতন করেও জামায়াতের মানবিক ও সামাজিক কার্যক্রম বন্ধ করা যাবে না। আগামী দিনেও জামায়াত দেশের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।