বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর-কদমতলী জোনের আয়োজনে উলামা সমাবেশ শনিবার (১৬ আগস্ট) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের উলামা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন।
কদমতলী মধ্য থানা আমীর ও ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় সমাবেশের শুরুতে দারসুল কোরআন পেশ করেন তাআলীমুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মহি উদ্দিন।এছাড়াও সমাবেশে উলামায়ে মাশায়েখগণ বক্তব্য রাখেন।