দেইল্লা থেকে ঊর্মি গার্মেন্টস পর্যন্ত খালপাড়ের রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার গার্মেন্টস কর্মীসহ এলাকাবাসী নিয়মিত ব্যবহার করে থাকে। টানা বৃষ্টির কারণে খালের পানি বেড়ে পায়ে চলাচলের রাস্তাটির বেশ বড় একটি অংশ ডুবে যায় এবং কর্দমাক্ত হয়ে পড়ে। যার ফলে প্রচণ্ড দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দুর্দশার কথা চিন্তা করে সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানা সেক্রেটারি ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় গত দুইদিন রাবিস ফেলে উঁচু করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।


আজ রাস্তাটি পরিদর্শনের জন্য আসেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা পশ্চিম থানা আমীর মাওলানা মুহা. দেলোয়ার হোসাইন। রাস্তা পরিদর্শনে এসে তিনি বলেন, “বৃষ্টির কারণে পানি আরও বৃদ্ধি পেলে প্রয়োজনে আরও রাবিস ফেলে রাস্তা আরও উঁচু করা হবে।” কাজটি বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, সকলকে তিনি ধন্যবাদ জানান।
ডেমরা পশ্চিম থানা সেক্রেটারি ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ বলেন, “যদি সুযোগ থাকতো তাহলে রাস্তাটি ১২ ফুট করে পিচ ঢালাই করে দিতাম, কিন্তু জামায়াত তো রাষ্ট্র পরিচালনায় নেই। তাই সাধ থাকলেও সাধ্য হয় না। আমরা চেষ্টা করেছি রাস্তাটা দিয়ে মানুষ যেন সহজে চলতে পারে সে রকম ব্যবস্থা করার। দেশের নেতৃত্বে যদি সৎ, দক্ষ ও যোগ্য মানুষ আসেন তাহলে এ ধরনের সেবার জন্য জনগণকে আর কারো কাছে যেতে হবে না। নেতারাই জনগণের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসবে।”


এ সময় আরও উপস্থিত ছিলেন ৭০ দক্ষিণ ওয়ার্ডের সভাপতি আরিফুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মোঃ মনির হোসেনসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।