বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে আজ জুমাবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ শামছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাহানপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ।