গতকাল ১৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী কর্মপরিষদ সদস্য ও খিলগাঁও জোনের সম্মানিত পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানার আমীর জনাব এস এম মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব কবির আহমদ, মহানগরী মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের সম্মানিত টিম সদস্য ও খিলগাঁও পূর্ব থানার সাবেক আমীর জনাব মুহাম্মদ শাহজাহান, বৃহত্তর খিলগাঁও থানার সাবেক কর্মপরিষদ সদস্য জনাব হামেদ বাহার এবং খিলগাঁও পশ্চিম থানার সাবেক কর্মপরিষদ সদস্য জনাব আবুল হাসানাত মো. মর্তুজা।


এ সময় স্থানীয় দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। শিক্ষা শিবিরে থানা ও ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা শিবির শেষে কর্মীদের কাছ থেকে নির্বাচনী ওয়াদা গ্রহণ করা হয়।