বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাপাড়া থানার উদ্যোগে বাঁশেরপুল গোলাম মোস্তফা কলেজের সাথে ডিএনসিসি খালের পাশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের জন্য ছোট ছোট ড্রেন তৈরি করে এলাকা পরিষ্কার করা হয়।


কোনাপাড়া থানা আমীর আকতারুজ্জামান চয়নের তত্ত্বাবধানে এবং থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য ও বাঁশেরপুল ওয়ার্ড সভাপতি ইমাম হোসেন মিরাজ, থানা সমাজকল্যাণ সম্পাদক হারুন রশীদ, ওহীদুজ্জামান, ইকবাল হোসেন, হাফেজ ফয়জুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ এবং ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।


এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও নোংরার কারণে ভোগান্তিতে থাকা মানুষের মুখে দেখা যায় স্বস্তির হাসি। জনসাধারণ আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে পরিবেশ হবে পরিচ্ছন্ন ও বাসযোগ্য, আর স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে যাবে।তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ ধরনের সামাজিক কাজে আমরা আশান্বিত, আগামীর বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ।
এটি শুধু একটি পরিচ্ছন্নতা কার্যক্রম নয়—এটি সমাজে সচেতনতা সৃষ্টিরও একটি দৃষ্টান্ত। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই আমাদের সুস্থ জীবনের প্রথম শর্ত।