দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের পাইটি ওয়াসা মোড়ে আজ ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে।


থানা সেক্রেটারি ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার কামারাম মুনীর ফুয়াদের সার্বিক ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ডেমরা পশ্চিম থানা আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।


এছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আরিফুর রহমান, ৭০ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি ওয়ালি উল্লাহ এবং বায়তুলমাল সম্পাদক রেজাউল করিম হেলালসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

উল্লেখ্য, এখন থেকে প্রতি সপ্তাহে এক দিন (সোমবার) ওয়াসা মোড়ে জামায়াতের উদ্যোগে এই ন্যায্য মূল্যের বাজার বসবে। পর্যায়ক্রমে ৭০ নং ওয়ার্ডের অন্যান্য এলাকাতেও এই ন্যায্য মূল্যের বাজার চালু করা হবে।