ঢাকা-৪ আসনের নির্বাচনী প্রচারণায় নারী নেত্রীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীর কদমতলীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কদমতলী থানার মহিলা বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কদমতলীর কুদরত আলী বাজার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় জামায়াতের হাজার হাজার নারী কর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল-পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা-৪ আসন কমিটির পরিচালক আব্দুর রহিম জীবন, ঢাকা-৪ আসন কমিটির পরিচালিকা (মহিলা বিভাগ) নারগিস খান, শ্যামপুর জোন পরিচালক রাবেয়া খানম, মহানগরীর আইটি পরিচালক তানহা আজমী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৪ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
