মুগদায় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুগদা থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল।
এছাড়াও সমাবেশে মুগদা থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।