দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ মতবিনিময় করেন। এ সময় তিনি সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘ্নে ও স্বাধীনভাবে পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা জামায়াতে ইসলামীর কর্মীরা করবেন বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।


উক্ত মতবিনিময় সভা মহানগরী মজলিশে শূরা সদস্য ও ঢাকা-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মো. শাহজাহানের সভাপতিত্বে এবং মহানগরী মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক জনাব এস এম মাহমুদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের থানাসমূহের আমীর-সেক্রেটারিগণ ও খিলগাঁও, সবুজবাগ, মুগদা অঞ্চলের বিভিন্ন মন্দির ও পূজা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।