বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডেমরা অঞ্চলের উদ্যোগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে ১৯ জুলাইয়ের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের স্বপক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, তারুণ্যের অহংকার ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।
ডেমরা উত্তর থানা আমির মাওলানা মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমরা মধ্য থানা আমির ও ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী, ডেমরা দক্ষিণ থানা আমির ও ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেছবাহ উদ্দীন মির্জা হেলাল, ডেমরা পূর্ব থানা সেক্রেটারি ও ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তমিজ উদ্দীন সোহরাওয়ার্দী, ডেমরা পশ্চিম থানা সেক্রেটারি ও ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ ইসমাইল আদনান, ডেমরা পশ্চিম থানা সেক্রেটারি ও ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার কামারাম মুনীর ফুয়াদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা পূর্ব থানা আমির কে. এম. মোজাফফর হোসাইন, ডেমরা পশ্চিম থানা আমির মাওলানা মুহা. দেলোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ডেমরা থানা সভাপতি মো. হাসনাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।