বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানা সহযোগী সদস্য সমাবেশ শুক্রবার (০৯ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন।


বিশেষ অতিথি ছিলেন রমনা থানার সাবেক আমীর, মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।