বাংলাদেশ জামায়াতে ইসলামী লালবাগ থানা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। লালবাগ পূর্ব থানা আমীর ড. শামীমুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।


এতে বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং এফবিসিসিআই’র পরিচালক সমাজ সেবক হাজী হাফেজ এনায়েত উল্লাহ ও লালবাগ- কামরাঙ্গীচর জোন পরিচালক মো. আবদুর রহমান।
এছাড়া লালবাগ পশ্চিম থানার আমীর আব্দুল ওহাব এবং দক্ষিণ থানার আমীর মোস্তাফিজুর রহমান প্রমূখ সহ বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।