বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৮ম দিনে গেণ্ডারিয়া পশ্চিম থানার উদ্যাগে ঘুন্টিঘর রেললাইন বাজারে গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ই এপ্রিল) বিকালে পরিচালিত দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।


এছাড়াও উপস্থিত ছিলেন গেণ্ডারিয়া পশ্চিম থানার আমীর জনাব কামরুল ইসলাম, থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার, থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত দাওয়াতী গণসংযোগ পক্ষের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচী উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলাম এবং জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবে এই গেণ্ডারিয়া পশ্চিম থানার দুইজন শহীদ, শহীদ আনাস এবং শহীদ জুনায়েদ সহ সারা দেশের প্রায় দুই হাজার শহীদ তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন মুক্ত দেশ উপহার দিয়েছেন। তিনি বলেন, শহীদদের এই ত্যাগের বিনিময়ে আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি তাকে বিশ্বের দরবারে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে তুলে ধরতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। ড. মান্নান বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতে ইসলামীর