১৮ই এপ্রিল জুমাবার, ডেমরা ৭০ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে পাইটি মডেল হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেন বলেন, অসহায় মানুষের সেবা করা ইবাদত। এটি আমাদের নবীর শিক্ষা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতায় যারাই এসেছেন, শুধু লুটপাট করেছেন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেননি।


সকাল ৯.৩০ থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫২টি আলট্রাসনোগ্রাম, ৭৫টি ইসিজি, ১১২টি ইউরিন টেস্ট ও ১৭৫টি ডায়াবেটিস টেস্টসহ প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এই ক্যাম্পে ২০ জন পুরুষ ও মহিলা ডাক্তার সেবা প্রদান করেন।
৭০ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সদস্য আরিফুর রহমান মাহিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭০ নম্বর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা মাও. মুহা. দেলোয়ার হোসাইন ও ৭০ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭০ উন্নয়ন ফোরামের উপদেষ্টা ইঞ্জি. খন্দকার মুনীরুজ্জামান, খলিলুর রহমান, জহির উদ্দীন, রুহুল আমীন এবং সদস্যদের মধ্যে আব্দুর রহিম বাদশাহ, মাওলানা ওমর আলী, সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ, ওয়ালীউল্লাহ ওলী, মাওলানা হোসাইন, আক্তার হোসেন, মো. রফিক, শিহাব উদ্দীন, সার্জেন্ট আব্দুস সাত্তার, শিবলী নোমান, মো. রাসেল, মাওলানা আবুল কালাম আযাদ, তানভীর মোল্লা, রাকিব রাহাত, হেলাল উদ্দীনসহ অন্যান্য ভলান্টিয়ারগণ।


মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন ড্রিমার্স কনসালটেন্সি অ্যান্ড রিসার্চ। পাশাপাশি আইচি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ক্যাম্পে অ্যাম্বুলেন্স সুবিধা, ক্যাম্পে আসা রোগীদের জন্য হাসপাতালে ৫০% ছাড়ে অন্যান্য টেস্ট এবং মেডিকেল ক্যাম্প-পরবর্তী ফলোআপের ক্ষেত্রে ডাক্তার বিল সম্পূর্ণ ফ্রি ঘোষণা করে।