বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী অবরোধ ও হরতালের সমর্থনে আজ ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা।
মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অধিকার আদায়ের চলমান আন্দোলনে জনগণ বিজয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বোধদ্বয় হলে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
পল্টন ও বায়তুল মোকাররমে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ
অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ম দফা অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মিছিল ও সমাবেশ করে মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন এডভোকেট মাহফুজুল হক চৌধুরী, আবু সায়েম, এডভোকেট মারুফুল ইসলাম, সুলতান আহমদ, মোস্তাফিজুর রহমান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যাত্রাবাড়ীতে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল
জামায়াতে ইসলামীর ৮ম দফা অবরোধ ও হরতালের সমর্থনে আজ সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মু. শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সায়েদাবাদে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর সায়েদাবাদে মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য মোতাসিম বিল্লাহর নেতৃত্বে মিছিল ও অবরোধে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর, ওয়ারী ও গেন্ডারিয়া থানার আমির, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।