বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী দেলওয়ার হোসাইন আজ কুড়িগ্রাম জেলার রৌমারী, চিলমারী ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমীর মাওঃ আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ ও মাওঃ আব্দুল হামিদ মিয়া, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসিকুল হায়দার, কুড়িগ্রাম জেলা সভাপতি হাফেজ রইসুল মুফাসসির, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ হাবিবুর রহমান, রৌমারী উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক, চিলমারী উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আমীর মাওঃ মশিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।