বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ রাজধানীর মুগদা এলাকায় মহানগরী সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের আব্দুস সালামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমেদ খান, শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা মিঠু, মুগদা থানা সভাপতি আহসান উল্লাহ শামীম প্রমূখ শ্রমিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সামগ্রীক অগ্রগতি সম্ভব। শ্রমজীবী মানুষকে অধিকার বঞ্চিত রেখে বিজয়ের সুফল পাওয়া যাবে না। শ্রমিকের ঘরে বিজয়ের সুফল পৌঁছাতে হলে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে হবে। যে রাষ্ট্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে থাকবে সদা তৎপর। যে রাষ্ট্র দেখবে না শ্রমিক কোন গোত্রের বা কোন ধর্মের। শ্রমিকের পরিশ্রম হবে সেখানে মুখ্য পরিচয়। যে রাষ্ট্র শ্রমিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের শিক্ষার দায়িত্ব নিতে কুন্ঠাবোধ করবে না। কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার শ্রমিককে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করবে। পঙ্গুত্ববরণকারী শ্রমিকের পরিবারের দায়িত্ব নিবে। শ্রমিক ও মালিকের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই রকম একটি কল্যাণমুখি রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি অসম্ভব। আজ দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই। তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণ মুক্ত দেশ প্রতিষ্ঠার। যে দেশে ধনী গরিবের মধ্যে কোন অর্থনৈতিক বৈষম্য থাকবে না। মালিক কর্তৃক শ্রমিক শোষিত হবে না। সম্পদের সুষ্ঠু বন্টন হবে। শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে। রাষ্ট্র অন্য দশ জন নাগরিকের মত শ্রমিকের মৌলিক অধিকার বাস্তবায়নে থাকবে সদা তৎপর হবে। স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ ও জাতি গঠনে ভূমিকা রেখে চলেছে। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত সেই অগ্রযাত্রায় অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এ-কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদেরকে শীতার্ত ও দরিদ্র অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।