বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ আজ ঢাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার তুলে দেন। এসময় তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে স্থানীয় অসংখ্য হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার প্রদান করেন।
তিনি আজ শনিবার ২৭ নভেম্বর ২০২১ সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য জনাব শামসুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলগাঁও পশ্চিম থানা আমীর এসএম জুয়েল, সবুজবাগ থানা (দক্ষিণ) আমীর মোঃ আব্দুল বারী, পল্টন থানা সেক্রেটারি শাহীন আহমদ খান, কামরুল হাসান রিপন, নাসির উদ্দিন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় দেশে বর্তমানে শীতের আগমনী চলছে। আমরা মানুষ মহান আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মাকলুকাত। আল্লাহ কোন ধর্মের মানুষের কথা বলেননি বরং সকল মানুষকেই বুঝিয়েছেন। কেউ একটি সামান্য মোবাইল সেট তৈরী করলে তিনি তার ব্যবহার বিধিমালা একটি নির্দিষ্ট গাইড লাইন সাথে দিয়ে থাকেন। এর চেয়েও ছোট্ট দেশালাই বা ম্যাচ কাঠি ব্যবহারের জন্য আজ কিছু নিয়ম ও সর্তকতা দেয়া থাকে। সুতরাং মানুষের কল্যাণ কেবল সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রদত্ত্ব গাইড লাইন মেনেই করা সম্ভব। আমরা অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে রয়েছি। আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে কুরআনের দিকে। ব্যক্তি থেকে শুরু করে কুরআনের নির্দেশনার আলোকে যখন কোন রাষ্ট্র পরিচালিত হবে কেবল তখনই সব মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব। খেলাফতের দায়িত্ব যারা পালন করেছেন তারাও এই নির্দেশ অনুস্মরণ করেছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করে। আমরা বিশ^াস করি আল্লাহর মনোনীত বিধান ইসলাম এবং প্রিয় নবী মুহাম্মাদ সা. এর আদর্শই একমাত্র সঠিক পথ। তাই আমরা বলতে চাই দেশে যতক্ষন পর্যন্ত ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন দেশের মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। ইসলাম সকল মানুষের জন্য সার্বিক কল্যাণের কথা বলে। জামায়াতে ইসলামী সেই একই আহবান নিয়ে ধর্ম বর্ণ ভুলে অব্যহত ভাবে দেশে কাজ করে যাচ্ছে। কল্যাণের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।