বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, শীতে অসহায় মানুষের কষ্টের সীমা নেই কিন্তু সরকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালনে ব্যার্থতার পরিচয় দিয়েছ। অথচ সুবিধাবঞ্চিতদের উন্নয়ন ব্যতীত দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। এমতাবস্থায় সমাজের এসকল মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরের ন্যায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তাই যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য সরকার বিভিন্ন দল ও ব্যক্তিদের প্রতি তিনি আহবান জানান।
বুধবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ থানার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জননেতা নুরুল ইসলাম বুলবুল এসব কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও হাজারীবাগ থানা আমীর আবু আব্দুল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখতারুল আলম সোহেল, এম. হাসান সাকিব, বিপ্লব হোসাইন, ইস্তিয়াক আলী ও বিভিন্ন ওয়ার্ড সভাপতি সহ স্থানীয় অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
নুরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের কোনো গোষ্ঠীকে সুবিধাবঞ্চিত রেখে আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্তদের কল্যাণে এগিয়ে আসা প্রয়োজন। প্রতিটি এলাকার শীতার্ত গরীব মানুষদের জন্যে সরকারী উদ্যোগ প্রয়োজন। মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। বর্তমান বিশ্ব ব্যবস্থাপনার আধুনিক যুগে এ অবস্থা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না। মানবতার কল্যাণে সরকারী, বেসরকারী সংগঠন সংস্থা কেও এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, সারাদেশে এবং বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড শীত পড়েছে। অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ফলে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে নেমে এসেছে। দেশের দরিদ্র সাধারণ জনগণ ও শ্রমজীবি মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শীত কবলিত মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে সরকার, সকল রাজনৈতিক দল, প্রীতি তহবিল, দাতা সংস্থা, সমাজের বিত্তবান মানুষ সহ নগরীর সকল স্তরের জামায়াত নেতাকর্মীদের এগিয়ে আশার আহবান জানান।
এদিকে ইংরেজি নববর্ষ ২০২০ উপলক্ষে জননেতা নুরুল ইসলাম বুলবুল রাজধানীবাসী সহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।