বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান ভোটারবিহীন অবৈধভাবে ক্ষমতা গ্রহণকারী আওয়ামীলীগ সরকার দেশে বিরাজনীতিকরণের মাধ্যমে স্বৈরশাসন কায়েম করতে চাই। এজন্য দেশপ্রেমিক সচেতন রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। যার ধারাবাহিকতায় সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে সাঁজানো, অযৌক্তিক ও মিথ্যা স্বাক্ষ্য বলে রাজনৈতিক নীল নকশার ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আপিল খারিজ করে প্রানদন্ডে দন্ডিত করেছে। তিনি আরও বলেন, জামায়াত একটি আদর্শবাদী আন্দোলনের নাম। লোভ, ফাঁসি বা মৃত্যুর ভয় দেখিয়ে এই দলের নেতা-কর্মীদেরকে আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না। সরকার বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করতেই এ বিচারিক হত্যা ও হঠকারীতার পথ বেছে নিয়েছে। কালক্রমে বাংলাদেশের জনগণ অবশ্যই এ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।
শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মনজুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদ্বয় যথাক্রমে দেলওয়ার হোসেন, আবদুল জব্বার, এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এস এম জুয়েল, আব্দুর রহমান সাজু প্রমুখ নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামের ইতিহাস বলে আন্দোলনের নেতা-কর্মীদের ওপর নির্যাতন যত বাড়বে আল্লাহর সাহায্য ততো নিকটবর্তী হবে এবং নির্যাতনকারীদের পরিণাম কখনো শুভ হয় না। তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দন্ডাদেশ বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তি দিন অন্যথায় আপনাদেরকেও একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে।
মনজুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ইসলাম ও দেশের প্রয়োজনে সাহসী ভূমিকা রাখায় সরকার অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে একের পর এক জামায়াতের জনপ্রিয় শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে চলেছে। সরকার একদলীয় শাসন টিকিয়ে রাখতে রাজনৈতিক চাতুরতার অংশ হিসেবেই সাঁজানো মামলায় জামায়াতের নেতৃবৃন্দকে সাঁজা দিচ্ছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং জামায়াতকে নেতৃত্ব শূন্য করতেই জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। অথচ এটিএম আজহারের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট।
দোয়া অনুষ্ঠানে জননেতা নূরুল ইসলাম বুলবুল মহান আল্লাহ তায়ালার দরবারে এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সহ সকলের মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এছাড়াও এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে থানায় থানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলাবাগানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান থানার উদ্যোগে এটিএম আজহারুল ইসলামের সু-স্বাস্থ্য ও মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কলাবাগান থানা আমীর আবু জয়নবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিন। থানা কর্মপরিষদ সদস্য সাদিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, কলাবাগান থানা শিবির সভাপতি শোয়েব, জামায়াত নেতা মোতাহার হোসেন, গোলাম মোস্তফা, মাহবুবুর রশিদ, আল মামুন, জোবায়ের, নাসির প্রমুখ নেতৃবৃন্দ।
খিলগাঁও থানা পূর্ব: জামায়াতে ইসলামী খিলগাঁও থানা পূর্বর উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমীর আব্দুর রহমান সাজুর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আশরাফুল আলম ইমনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এড. বাবুল হোসেন, রওশন জামান, খোরশেদ আলম প্রমুখ।
রমনা থানাঃ শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে রমনা থানা জামায়াত দোয়া মাহফিলের আয়োজন করে। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও রমনা থানা আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবদুস সাত্তার সুমনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন থানা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, মিরাজুল ইসলাম শামীম, পশ্চিম ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, আরিফ হোসেন প্রমুখ।
লালবাগঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী লালবাগ থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও লালবাগ থানা আমীর আবু আনাস আবদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালবাগ ও ধানমন্ডি জোনের সহকারী পরিচালক শেখ শরিফ উদ্দিন, লালবাগ থানা সেক্রেটারিসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জনাব শেখ শরিফ উদ্দিন।
শাহজাহানপুর থানাঃ আজ শাহজাহানপুর থানার উদ্যোগে এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং থানা আমীর আব্দুল জব্বার, এতে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর গিয়াস উদ্দিন ও থানা সেক্রেটারী মুহাম্মদ শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গেন্ডারিয়া থানা: শুক্রবার সকাল সাতটায় গেন্ডারিয়ার একটি মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী গেন্ডারিয়া থানা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানার ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলগাঁও থানা পশ্চিম: জামায়াতে ইসলামী খিলগাঁও থানা পশ্চিমের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর এস এম জুয়েলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইসাহাক মৃধার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মাহমুদুর রহমান, জামায়াত নেতা সরোয়ার হোসেন প্রমুখ।
মুগদা থানা উত্তর: শুক্রবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মুগদা থানা উত্তর জামায়াত। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য মতিউর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা বরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সবুজবাগ দক্ষিণ থানাঃ জামায়াতে ইসলামী সবুজবাগ থানা দক্ষিণের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে মহানগরীর মজলিসে শূরা সদস্য ও থানা আমীর আবু মাহীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী কামরুল হাসানের পরিচালনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধানমন্ডিঃ এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনায় ধানমন্ডি থানা জামায়াতের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমীর আমির এডঃ জসিম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র থানার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সবুজবাগ উত্তর থানা: আজ জুমার নামাযের পর রাজধানীর সবুজবাগের স্থানীয় একটি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী সবুজবাগ উত্তর থানা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ উত্তর থানা সেক্রেটারী শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন থানার ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুগদা থানা দক্ষিণ: মুগদা থানার প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসকল দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর বনি ইয়ামিন। উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোতয়ালী থানা: আজ জামায়াতে ইসলামী কোতয়ালী থানার উদ্যোগে স্থানীয় একটি মসজিদে বাদ জুম্মা সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি কামনায় থানা সেক্রেটারী এ কে গিয়াস উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন থানা আমীর অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মতিউর রহমান, থানা শূরা ও কর্ম পরিষদ সদস্য- অধ্যক্ষ আলমগীর হোসেন, আবু বকর, নুরে আলম, আলাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।