বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, প্রতিবছর উৎসব-আনন্দ ও খুশির বার্তা নিয়ে ঈদ-উল-ফিতর আসলেও দেশের প্রান্তিক হতদরিদ্র জনগোষ্ঠী সে আনন্দ থেকে বঞ্চিত থাকে। দারিদ্র বিমোচন ও অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের দায়িত্ব হল রাষ্ট্রের অথচ রাষ্ট্রের ব্যর্থতায় দেশের জনগন আজ তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। হতদরিদ্র মানুষ যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে এসে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহবান জানান। তিনি আরোও বলেন, আমরা সকলে মিলে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ালে এ দেশে আর কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমীর এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হাশেম, কবিরুল ইসলাম, বিল্লাল হোসেন শফিকুল ইসলাম প্রমুখ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশে আজ চরম সংকটকাল চলছে। আইনশৃংখলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পানি, বিদ্যুৎ, গ্যাসের সংকটে দেশের মানুষ দিশেহারা। বিরোধী মতের ওপর চলছে জুলুম-নির্যাতন। এ অবস্থা বেশিদিন চলতে পারে না। জুলুম নির্যাতন কখনই কারো জন্য কল্যাণকর হতে পারে না। তিনি ঈদের খুশিকে অর্থবহ করতে ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে একটি শোষন ও ক্ষুধামুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার আহবান জানান।
এছাড়াও আজ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অনেকগুলো থানার উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ডেমরা থানা: ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ডেমরা থানার উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। থানা আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির । আরোও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোহাম্মদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
খিলগাঁও থানা: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। থানা সেক্রেটারী এস এম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আশরাফুল আলম ইমন, সিদ্দিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
হাজারীবাগ থানা: ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের হাজারীবাগ থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। থানা আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু জারিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম এ রহমান, আশরাফুল ইসলাম, মাহফুজ আলম, মামুনুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।