বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি মধ্য থানার প্রবীণ রুকন, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ সা’দ উল্লাহ’র (র.) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বাদ জোহর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মীরহাজীরবাগ, যাত্রাবাড়ীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, জনাব ড. মাওলানা আবু ইউসুফ খান, জনাব শাহজাহান খান, জনাব খন্দকার এমদাদুল হক জনাব মাওঃ গাজী আবুল কাশেম প্রমুখ।
অতঃপর ২য় জানাজা দুপুর ২.০০ টায় নয়ানগরে(উনার বাসার সাথের মসজিদে)অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মরহুমের গ্রামের বাড়ি হাজিগঞ্জে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে ইনশাআল্লাহ।