পুর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) ও সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মু. নুরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের ইসলামী আন্দোলন ও ব্যাংকিং জগতে অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে বলেন, মরহুম নুরুল ইসলাম বাংলার এই ভুখন্ডে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে এদেশের ছাত্র সমাজ ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে আত্মনিয়োগ করেছিল। তিনি পেশাগত জীবনে ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংকিং পদ্ধতির প্রসারেও অতুলনীয় অবদান রেখে এদেশের ইসলামী অর্থনীতির ভিতকে আরও মজবুত করেন। তার অবদানের কথা বাংলাদেশের ইসলামপ্রিয় ছাত্র-জনতা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শোক বার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম নুরুল ইসলাম শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)। তিনি দীর্ঘ দিন যাবত কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর রাজধানীর ইস্কাটন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতী করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালীম। এছাড়াও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহঃ সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, ওলামায়ে কেরাম, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার সহ সমাজের বিভিন্ন স্তরের ছাত্র জনতা জানাজায় উপস্থিত ছিলেন। মরহুম নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।