আজ ৮ জানুয়ারি ২০২২ রাজধানীর ওয়ারির কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ শনিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোর ৪ টায় রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এবং মো. ইয়াসিন নামে ১ জন কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ অগ্নিকান্ডে মানুষের জান ও মালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পুরন হবার নয়। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই সব স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবার যেন শীঘ্রই তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। একইসাথে এসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ তার সামর্থ্যের আলোকে সহযোগিতা নিয়ে থাকবে ইনশাআল্লাহ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, নগরবাসীর মৌলিক নিরাপত্তা বিধান করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার এখনও রাজধানীতে বসবাসরত জনগণের মৌলিক চাহিদা ও নিরাপত্তা রক্ষার সক্ষমতা অর্জন করতে পারেনি। সকল মানুষের জন্য নিরাপদ ও কর্মক্ষেত্রে অগ্নিনির্বাপক সিস্টেম নিশ্চিত করতে সক্ষম হয়নি। সরকারের দায়িত্ব প্রাপ্ত সংস্থা সমুহের গাফলতি ও অব্যবস্থাপনার ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। আমরা এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে আরও কার্যকর ভুমিকা রাখার আহবান জানাচ্ছি। একইসাথে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদানের জন্য আহবান জানাচ্ছি।