বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া বলেছেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের উৎসবে গোটা মুসলিম মিল্লাত একাকার হয়ে যায়। একে অপরের কল্যাণে এগিয়ে এসে সবাই ঈদ উৎসবে শামিল হই। ঈদুল ফিতরের এই সুমহান শিক্ষা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ রাজধানীর এক মিলনায়তনে মতিঝিল থানা জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। থানা আমীর মুহাম্মদ কামাল হোসাইন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুতাছিম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন থানা নায়েবে আমীর সৈয়দ সিরাজুল হক, থানা কর্মপরিষদ সদস্য এস এম সামছুল বারী, শেখ এনামুল কবির, দেলোয়ার হোসেন, জামায়াত নেতা নুর মোহাম্মদ, জয়নাল আবেদীন, নুর উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ।
মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর যতদিন না আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো ততদিনই আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। কোন বাধা ও ষড়যন্ত্র আমাদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবেনা। জুলুম আর অন্যায় অবিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময়ই প্রতিবাদ জানায়। আর এই জন্যই সরকার জামায়াতকে টার্গেট করে মিথ্যা-বানোয়াট অভিযোগ দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে নির্যাতন করছে। চট্রগ্রামে সামাজিক অনুষ্ঠান থেকেও ভিত্তিহীন অভিযোগে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গণগ্রেফতার করেছে। গণগ্রেফতার, জুলুম-নির্যাতন করে জামায়াত নেতাকর্মীকে দমিয়ে রাখা যাবে না।
পবিত্র রমযান মাসকে শিক্ষা অর্জনের মাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামের কোন আনন্দই শুধু আনন্দ করার জন্য নয়। সব আনন্দের মধ্যেই আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে। ঈদের আনন্দের মধ্যে চিন্তা করে দেখতে হবে রমযানের শিক্ষা বছরের পরবর্তী ১১ মাসে আমাদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছি। তিনি আরোও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে একে অপরকে খুব কাছাকাছি নিয়ে আসে। সরকারের প্রতিহিংসা ও প্রতিপক্ষ নির্মূলের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে জামায়াত কর্মীদেরকে আদর্শিক রাজনীতি চর্চা অব্যাহত রাখতে হবে।