বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার উদ্যোগে থানা কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম ইমনের সভাপতিত্বে ও রওশন জামানের পরিচালনায় আজ সকালে রাজধানীর খিলগাঁও এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা সেক্রেটারি এস এম জুয়েল, কর্মসূচীর উদ্বোধন করেন থানা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইলিয়াস মৃধা। আরোও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাজিদুর রহমান শিবলি, সিদ্দিকুর রহমান, রাইহান উদ্দিন, মাহমুদুর রহমান, আব্দুর রাজ্জাক, শামীমুজ্জামান শামীম, আজমল হোসাইন, নুরে আলম জিকো প্রমুখ নেতৃবৃন্দ।
এস এম জুয়েল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সুপ্রাচীন কাল থেকেই এদেশের মানুষ এই দিনটি বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের মাধ্যমে পালন করে আসছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটি মহল বাংলাদেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ ও জাতিসত্বা বিরোধী অপসংস্কৃতি সুকৌশলে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার অপচেষ্টা করছে। ফলে বিজাতীয় সংস্কৃতির গোলামি হতে বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতি চর্চা ও মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে।
শেখ মোহাম্মদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ মুক্তির আহ্বান ও অফুরন্ত আনন্দের বারতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এ দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার প্রেরণা যোগায়। তাই অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে, অসত্য ও অশুভ শক্তিকে পেছনে ফেলে এবারের বাংলা নববর্ষে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রায় দুই শতাধিক ব্যাক্তির ব্লাড গ্রুপিং করা হয়।