আজ ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে ডেমরা দক্ষিণ থানার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে সুরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানার আমির জনাব মির্জা হেলাল, থানা নায়েবে আমির জনাব মাওলানা আবু তালেব মিয়া, থানা সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সিকদার, থানা কর্মপরিষদ সদস্য জনাব আনোয়ার হোসাইন, জনাব মোহাম্মদ আলী ও সোহেল খান। হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডগাইর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি বাবুল কৃষ্ণ সরকার ও ডগাইর দক্ষিণ পাড়া পূজা মন্দিরের সভাপতি বাবু নির্মল সরকার ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর সবুর ফকির বলেন-একই রক্ত মাংসের গড়া মানুষ কেহ হিন্দু কেহ মুসলমান একই রাস্তায় চলাফেরা আমাদের একই বাজার থেকে কেনাকাটা এবং একই জমিতে ফসল উৎপাদন। সুতরাং মুসলিম রাষ্ট্রে যেমন মুসলমানদের অধিকার রয়েছে ঠিক তেমনি হিন্দুদেরও অধিকার রয়েছে। অতএব রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণ করা, সামনে যদি জামায়াত ক্ষমতায় যেতে পারে তাহলে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে, ইনশাল্লাহ।