ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াততে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, শাহিন আহমেদ খান প্রমুখ।