রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম।


উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন ও ড. আব্দুল মান্নান, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খানসহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ।