বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব (৩৯ নং ওয়ার্ড) থানার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রবিবার (২৪ আগস্ট) রাতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ারী পূর্ব থানা আমীর মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।


ওয়ারী পূর্ব থানা অফিস সেক্রেটারি মো. আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, ওয়ারী দক্ষিণ থানা আমীর মাহফুজুল হক, ওয়ারী পূর্ব থানা সেক্রেটারি আব্দুল মুকিত রব্বানী, শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান, শহীদ জুনায়েদের বাবা জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে থানা বায়তুলমাল সম্পাদক অধ্যাপক একে এম মুছা, বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।