জামায়াতে ইসলামীর ধানমণ্ডি জোনের সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিনের সঞ্চালনায় এবং জোন পরিচালক অধ্যাপক নূরনবী চৌধুরী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুক্তিযোদ্ধা একরাম হোসাইন, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বারী, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আনিসুজ্জামান, কলাবাগান পূর্ব থানা আমীর জনাব জাহেনুর রহমান, নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিবুল হক ফরিদ, হাজারীবাগ উত্তর থানা আমীর মাহফুজ আলম, হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতার হোসেন সোহেল, ধানমণ্ডি থানা জামায়াতের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান এবং নায়েবে আমীর ডা. সুলতান আহমেদ প্রমুখ।


এছাড়াও অনুষ্ঠানে ধানমণ্ডি থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রিকশাচালক, ভ্যানচালক এবং বিভিন্ন পেশার দিনমজুর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোনো ‘ক্রেডিট নেওয়ার রাজনীতি’ করে না; বরং মানুষের কল্যাণে রাজনীতি করাই তাদের আদর্শ। এজন্যই তারা ‘জুলাই চেতনা’কে বুকে ধারণ করে রাজপথে থাকে।