ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। ইসলামকে বাদ দিয়ে শান্তি ও অধিকার প্রতিষ্ঠা রূপকথার গল্প ব্যতীত কিছুই না। যার দৃষ্টান্ত, বিগত ৫৪ বছর বাংলাদেশ মানুষের তৈরি আইনে পরিচালিত হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অপশাসন, বৈষম্যের শিকার হয়েছে। মানুষের ন্যূনতম অধিকার লাভের সুযোগ ছিল না। মানুষে-মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়েছে সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ নামক মানুষের তৈরি মতবাদে। অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইসলাম ব্যতীত আর কোনো মতবাদ গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কার মতবাদ অনুসরণ করছি? কাকে নেতা মেনে নিচ্ছি? একমাত্র রাসূল (সা.) ব্যতীত আর কাউকে নেতা হিসেবে অনুসরণ করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন, রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ ছেড়ে মানুষের আদর্শের দিকে ছুটে চলায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি এবং হবেও না।


বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবুজবাগ-মুগদা জোনের রুকন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে, যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে—জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আল্লাহর ভয় কোনো ব্যক্তির মধ্যে থাকলে তিনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম-নির্যাতনে প্রশ্রয় বা সমর্থন দিতে পারেন না। নিজেও অপকর্ম করেন না, নিজ দলের নেতাকর্মীদেরও অপকর্ম করতে দেন না। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আল্লাহভীতু মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। যার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঠ পর্যায়ের একজন নেতাকর্মীও দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করে না এবং করবেও না।

দেশে-দেশে নৈরাজ্য বন্ধে ইসলামী সমাজ বিনির্মাণে বিকল্প নেই উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান ব্যতীত আর কোনো সুন্দর বিধান নেই। মানুষের তৈরি আইনের মানুষ শুধু নিজের এবং নিজ দলের বা দেশের স্বার্থে কাজ করে, ফলে অন্যের অধিকার হরণ হয়। ইসলামের বিধানে সেই সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভেদ বা ভেদাভেদ নেই। রাষ্ট্রের কাছে সকল নাগরিক মানুষ হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভের সুযোগ পাবে। তাই ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য, সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, সবুজবাগ পূর্ব থানা আমীর রওশান জামান, মুগদা উত্তর থানা আমীর এডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, মুগদা পূর্ব থানা আমীর ইসহাক, মুগদা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আমীর মো. ইয়াকুব আলীসহ জোনের থানা সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।