১৭ রমজান বদর দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, কুরআনকে বিজয়ী করার জন্য ১৭ রমযান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সে দিন কুরআন বিজয়ী হয়েছিল। বদরের প্রান্তরে ১০০০ জনের বিপরীতে মাত্র ৩১৩ জন মাঠে নেমেছিল। সংখ্যা যা ই হোক না কেন আল্লাহর সাহায্যে বিজয় এসেছে। আল্লাহ সত্যকে পাঠিয়েছেন বিজয়ী হতে আর বাতিল এসেছে পরাজিত হবে। অতএব বিজয় আসবেই। তিনি বলেন, মুসলিম উম্মাহর সবচেয়ে বেশী দরকার ঐক্যের। বাতিলরা ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কিন্তু ইসলামের পক্ষে ডাক দিলে বিভেদ সৃষ্টি হয়। ঐতিহাসিক বদরের শিক্ষার আলোকে যে কোন মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।