বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের বিজয় উদযাপন তখনই স্বার্থক হবে যখন জনগণ তার ন্যায্য সকল মৌলিক অধিকার ফিরে পাবে। মানুষ তার মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকার সহ মানবীয় সকল অধিকার যখন রাষ্ট্রীয় ভাবে ফিরে পাবেন কেবল তখই দেশের বিজয় ফলপ্রসূ ও স্বার্থকতা পাবে। আজকের এই ছোট্ট শিশু সোনামণিরা-ই আগামী দিনে আমাদের বাংলাদেশ গড়ার ভবিষ্যত। এসব শিশুদের হাতেই একদিন এদেশ পরিচালিত হবে। সেজন্য এসব বঞ্চিত শিশুদের গড়ে তুলতে হবে যথাযথ নিয়মে। যাতে করে তারা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয়।
আজ ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নূরুল ইসলাম বুলবুল তিনি তার বক্তব্যে একথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর আব্দুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রমনা থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট মারুফুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, রমনা থানা ছাত্রশিবিরের সভাপতি নাবিউল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের বসবাসের জন্য আমরা একটি নিরাপদ কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। সে লক্ষ্যে বৈষম্য মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়াও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা শাখা সমূহে নানা কর্মসূচি বাস্তবায়িত হয়।
শ্যামপুরঃ মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর থানা শাখা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং, মেডিকেল ক্যাম্প এবং খেলাধূলা বেডমিন্টন টুনামেন্ট প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও শ্যামপুর থানা আমীর ইঞ্জিঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সমূহে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আব্দুর রব ফারুকী সহ থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গেন্ডারিয়াঃ মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার উদ্যোগে রাজধানী ঢাকাতে বসবাসকারী বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বাংলাদেশের জাতীয় পতাকা ও খাবার বিতরণ কার্যক্রম পালন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানা শাখা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসাইন, মোঃ বেলায়েত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলগাঁও পূর্বঃ মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে খিলগাঁও পূর্ব থানা জামায়াতের উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং” কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন খিলগাঁও পূর্ব থানা আমীর মোঃ শাহজাহান, মাওলানা এরশাদ উল্লাহ চৌধুরী, খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন, সবুজবাগ দক্ষিণ সেক্রেটারি মোঃ রওশন জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলাবাগানঃ বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান থানার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও কলাবাগান থানা আমীর আবু জয়নবের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আ জ ম রুহুল কুদ্দুস। থানা কর্মপরিষদ সদস্য মোতাহার হোসেনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রশিদ, মোস্তাফিজুর রহমান, আল মামুন, ইঞ্জিঃ রাজীবুল হক, সাদিক দীদার, আব্দুল কাদের ইমন প্রমুখ নেতৃবৃন্দ।