ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কাদের গনি চৌধুরী ও সেক্রেটারি পদে মোঃ শহীদুল ইসলাম নির্বাচিত হওয়ায় তাদের ও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
জামায়াত নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, দেশের সাংবাদিক সমাজ সব সময়ই জাতীয় প্রয়োজনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময়েও সাংবাদিক সমাজ গৌরবজনক ভূমিকা পালন করে যাচ্ছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ সংগ্রাম অব্যাহত রেখে জাতিকে একদলীয় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে আপোসহীন ভূমিকা পালন করবেন- এটাই জাতির প্রত্যাশা।
নেতৃবৃন্দ বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন। সেইসাথে মিথ্যা মামলায় বন্দী দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদ সহ সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন।