ঈদুল আযহা বা কুরবানীর ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশবাসি ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ত্যাগ ও কুরবানির প্রেরণা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধুমাত্র ত্যাগের চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহাদ্রের বন্ধনকে আরো মজবুত করে। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) আল্লাহর রাহে ত্যাগ ও কুরবানির মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ফলে তার স্মৃতিকে চিরস্মরণীয় করে জীবনের সকল ক্ষেত্রে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্যেই আল্লাহ তা’য়ালা মুসলিম মিল্লাতের উপর কিয়ামত পর্যন্ত এ কুরবানীকে ওয়াজিব করে দিয়েছেন। যাতে প্রতিটি মুসলমান তার নফসের উপর বিজয়ী হয়ে নিজের প্রিয় বস্তু, ধন-সম্পদ, চিন্তা-চেতনা আল্লাহর রাহে কুরবানী করে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারে। কুরবানীর মূল শিক্ষাই হলো নিজের অহংবোধকে বিসর্জন দেয়া এবং সেই সাথে আল্লাহর দেয়া বিধি-নিষেধ পালন করে পরিপূর্ণ ত্বাকওয়াবান মুমিন হওয়া।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। পার্শ্ববর্তী দেশের প্রয়োজনে আজ দেশের ভুমি তাদের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে। আওয়ামী অপশাসনের যাঁতাকলে দেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চাল, ডাল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির ফলে জনসাধারণ আজ দিশেহারা। অন্যদিকে সরকারের অদক্ষতায় রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু মহামারীতে আক্রান্ত। ফলে এবারের কুরবানীর ঈদ উৎযাপনের সময় স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থেকে প্রত্যেককে ডেংগু প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজ নিজ পরিবেশ বাড়ির আশেপাশে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেইসাথে জনগনের অধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, দেশের এই ক্লান্তিকালে ঈদুল আযহা আমাদেরকে প্রকৃত ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত হওয়ার মৌলিক প্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনূস্মরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। নেতৃবৃন্দ হযরত ইব্রাহীম (আঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনে নগরবাসীকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে নেতৃবৃন্দ আবারো ঢাকা মহানগরীসহ দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং যথাযথ মর্যাদা ও সুন্দর পরিবেশে ঈদুল আযহা উৎযাপন করার তৌফিক কামনা করে আল্লাহর কাছে দো’আ করেন।