আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আপেল প্রতীক বরাদ্দ পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাপাই-নবাবগঞ্জের গণমানুষের নেতা নুরুল ইসলাম বুলবুল। নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা বাতিল করায় এবারের সংসদ নির্বাচনে তিনি জামায়াতের পক্ষ থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীকে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য যে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২০ দল, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্যসহ বিরোধী দল সমুহ জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে এবারের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছে। শুধুমাত্র চাপাই-নবাবগঞ্জ-৩ (সদর) আসনে জোট ছাড়া উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নুরুল ইসলাম বুলবুল আপেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আজ সোমবার ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের সর্বত্রই নির্বাচনী ডঙ্কা বেজে উঠেছে। সেইসাথে পূর্ণমাত্রায় গণসংযোগ শুরু করেছেন প্রার্থী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। নুরুল ইসলাম বুলবুল তাঁর আপেল প্রতীকে জনসাধারণের ভোট বা সমর্থন চেয়ে বলেন, ‘আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপুর্ন চাঁপাইনবাবগঞ্জ গড়াই আমার অঙ্গিকার। সেই লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ৩ সংসদীয় আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালাবাসা প্রত্যাশা করছি।’ অন্যদিকে দেশের এই জাতীয় নির্বাচনে জেতার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশের এই ক্লান্তিকালে সাধারণ মানুষের আশা আকাঙ্খা পূরণে এবং স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থ রক্ষা ও ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাকে ভোট দিয়ে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন।