১৯৪১ সালের এই দিনে এই উপমহাদেশে ইসলামের পুনর্জাগরণের কর্মসূচী নিয়ে মাত্র ৭৫ জন নিয়ে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী। সেই কাফেলা আজ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুদীর্ঘ পথচলায় রয়েছে অনেক ত্যাগ, অনেক ইতিহাস।
বিদগ্ধ মুজাদ্দিদ, ইসলামী চিন্তাবিদ ও সংগঠক সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী র.-এর নেতৃত্বে এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজ পর্যন্ত সারা বিশ্বের অগণিত মানুষ এই আন্দোলনের মাধ্যমে ইসলামকে নিজ জীবনে ও সমাজে প্রতিষ্ঠিত করার শপথ নিয়ে যাচ্ছে।
সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। জামায়াতের সাথে থাকুন। দ্বীন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করুন।