বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে জেল গেইট থেকে পুনরায় গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমান, কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মতিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শাফিউল আলম, ঢাকা মহানগরী পুর্বের সভাপতি সোহেল রানা মিঠু , ছাত্রনেতা হাফিজ উদ্দিন রাসেল ইমাম প্রমুখ। মিছিলটি যাত্রাবাড়ী কুতুবখালি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে যাত্রাবাড়ী চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ড. হেলাল বলেন, আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায় তারা রাজনীতির ভাষা হারিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় দেশ পরিচালনা করছে। হামলা, মামলা আর দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের ওপর নির্যাতন করাই হল এখন বর্তমান সরকারের প্রধান কাজ। আদালত থেকে জামিনে মুক্তি লাভের পর সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে জেল গেইট থেকে পুনরায় গ্রেফতার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি অবিলম্বে সরকারকে এ ধরনের অন্যায়, অমানবিক ও অগণতান্ত্রিক আচরণ পরিহার করার আহবান জানান। এবং সকল প্রকার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অধ্যাপক মুজিবুর রহমান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জোড় দাবী জানান।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সব সময় স্বৈরাচারী আর বাকশালী ধ্যান-ধারণায় বিশ্বাস করে। তারা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনে কখনো বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই সরকার দমন পীড়নের পথ বেছে নিয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই নন তিনি এদেশের একজন সম্মানিত ব্যক্তিও বটে। সরকার জামায়াত নেতৃবৃন্দের সকল মৌলিক অধিকার হরণ করেছে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা এখন অতীতের সকল স্বৈরাচারকে হার মানিয়েছে। তিনি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা-মামলা আর গ্রেফতার নির্যাতন করে জামায়াতে ইসলামীর মতো একটি আদর্শিক রাজনৈতিক দলকে শেষ করা যাবে না। তিনি সরকারের এ হীন মানসিকতার তীব্র নিন্দা জানিয়ে জনগণের ভাষা বোঝার আহ্বান জানান এবং অন্যথায় জনগণ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে তাদের রাজনীতির আস্তাকুড়ে নিক্ষেপ করবে।