যাত্রাবাড়ী ৬২ নম্বর ওয়ার্ড এলাকায় ফার্মেসি ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১টা ৪৫ মিনিটে অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি তাঁর বক্তব্যে ফার্মেসি ব্যবসায়ীদের পেশাগত উন্নয়ন, নৈতিক ব্যবসা পরিচালনা এবং জনসেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এডভোকেট এ কে আজাদ খান, যাত্রাবাড়ী মধ্য থানা আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইমাম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ গোলাম কবির আজহারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য রিয়াসাত আলি সরদার, রুহুল কুদ্দুস মামুন, শাহপরান, ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন, খোরশেদ আলম, আমিনুল ইসলাম, রহমত উল্লাহ প্রিন্স, আব্দুল বাতেন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, মোঃ ইমদাদ, কবির উদ্দিন এবং ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিম উদ্দিন।

ফার্মেসি মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক, জনাব রতন মণ্ডল, মোঃ রতন হোসেন, মোঃ আবুল হোসেন রাজনসহ প্রমুখ।
অনুষ্ঠানে ফার্মেসি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারী অতিথি ও ব্যবসায়ীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
