যাত্রাবাড়ী ৬২ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠান আজ ২৫ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অগ্রদূত বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি এবং সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-৫ আসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এডভোকেট এ কে আজাদ খান, যাত্রাবাড়ী মধ্য থানা আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য রিয়াসাত আলি সরদার, রুহুল কুদ্দুস মামুন, শাহপরান, ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, মোঃ ইমদাদ, কবির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিম উদ্দিন।

আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে স্বাস্থ্যসম্মত পরিবেশে শিশুদের সুন্নতে খতনা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।