ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদীর শাহাদাত উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ রাত ৮টা ০০ মিনিটে যাত্রাবাড়ী থানা অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাওলানা ইমাম হোসাইন, যাত্রাবাড়ী মধ্য থানা সেক্রেটারি ও ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শূরা সদস্য। দোয়া মাহফিল সঞ্চালনা করেন থানা অফিস সম্পাদক মোঃ মোবারক হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মোঃ শাহপরান, ওয়ার্ড সভাপতি মোঃ আনিসুজ্জামান তালুকদার, মোঃ খোরশেদ আলম, শাহ সেলিম স্বপন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান, মোঃ মোজাম্মেল হক, জিয়াউর রহমান, হারুন অর রশিদ এবং ৬২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিম উদ্দিন সাহেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামাল হোসেন শহীদ শরীফ ওসমান বিন হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। ন্যায়, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ শরীফ ওসমান বিন হাদীর শাহাদাত আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। ইনশাআল্লাহ এ আত্মত্যাগের পথ ধরেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।” অনুষ্ঠানে শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ, জাতি ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
